phishing (ফিশিং) কী? ( phisher) ফিশাররা কিভাবে তথ্য চুরি করে এবং কিভাবে (phisher) ফিশারদের ফাঁদ থেকে রক্ষা পাওয়া যায়। বিস্তারিত পড়ুন। Priotech-প্রিয়টেক এ।


আসসালামু আলাইকুম 

আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভাল আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ।


 

বর্তমানে বিশ্বব্যাপী ৪.৩৩ বিলিয়নেরও বেশি সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। সমগ্র বিশ্বের জনসংখ্যার 57 শতাংশে ইন্টারনেট ব্যবহার রয়েছে। বিশ্বব্যাপী ৫.৯ বিলিয়ন অনন্য মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে, যা বিশ্ব জনসংখ্যার ৫১ শতাংশ।

তবে সবচেয়ে আশাহত ব্যাপার টি হচ্ছেঃ প্রতিনিয়তই অসংখ্য ইন্টারনেট ব্যবহারকারি তাদের ব্যক্তিগত এবং অতি জরুরি তথ্য সমুহ কিছু দুষ্ট প্রকৃতির ব্যক্তিত্ব দের হাতে তুলে দিচ্ছেন নিঝের অজান্তে।

যাদের আমরা ফিশার(Phisher) হিসেবে চিহ্নিত করি।এবং তারা আমাদের উদেশ্যে যে সকল কার্যক্রম করে সেগুলো কে আমরা  ফিশিং(Phishing) বলি।

সাধারণত একজন ফিশার কিছু ওয়েব সাইট ব্যবহার করে ।উক্ত সাইট গুলো হতে প্রদত্ত লিংক সমূহ তারা আমাদের যোগাযোগ মাধমে প্রেনণ করে এবং নানা প্রলোভন দেখিয়ে  উক্ত লিংকে লগইন করানোর চেষ্টা করে।

যখন কেও তাদের ফাদে পা দিয়ে সাইটে লগইন করে ।তার লগইন তথ্য ফিশারের ডাটা বক্সে জমা হতে থাকে।এবং ফিশার অতি সহজেই ভিকটিম এর একাউন্টে এক্সেস নিতে সক্ষম হয়। 


আমরা চাইলেই এসকল ফাদ থেকে দূরে থাকতে পারি✌✌⬇⬇⬇⬇⬇⬇ 


যেমনঃ https://www.facebook.com/  এই সকল লিঙ্ককে আমরা খেয়াল করবো ,ফেসবুকের লিংক ব্যতিত অন্যান্য লিংকে ক্লিক করার পর যদি ফেসবুক  এর মতোই একটি লগইন পেজ দেখা যায়।তবে,আপনি সর্বাগ্রে পেজ টি থেকে প্রত্যাখ্যান করুন।


ইন্টারনেট সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য জন্য https://www.facebook.com/TheDarkMelody.911 জিজ্ঞেস করতে পারেন

সাথে থাকার জন্য ধন্যবাদ


আমাদের প্রিয়টেক  এর ফেসবুক পেজঃPriotech-প্রিয়টেক


Post a Comment

1 Comments

If You Have Any Doubts. Please Let's Me Know...